অবশিষ্ট প্রেম
অবশিষ্ট প্রেম
অবশিষ্ট প্রেম টুকুই ভিক্ষে দিও, তোমার চোখের আবার কাজল ছোঁবো।
গলে বয়ে পড়বো আমি তোমার ঠোঁটে ,
নরম হাতে তুমি কী গলে যাওয়া আমায় ছোঁবে ?
পারলে একটুখানি সান্ত্বনা দেবে !
দেবে তো ?
যদি অভিশাপ লাগে আবার গায়ে,
পালাবে কী আবারও পাখা মেলে ?
যদি কখনো ,
কালো অন্ধকারে রাস্তায় ডুবতে থাকা
শেষ আলো নিভে যায়।
চারপাশে যদি আর আলো না পাই ?
তুমি চাঁদ হয়ে দেখাবে কী আমাকে রাত ?
দেখাবে তো ?
বাগানের শেষ ফুলটা যদি কেউ তিরস্কারে ছুঁড়ে
ফেলে দেয় আমার শেষ মাটির টুকরোর উপর ,
ভালোবাসে একটা গোলাপের পাপড়ি দেবে আমাকে !
দেবে তো ?
যুদ্ধে হেরে গেলে পরাজয়ের মুকুট পড়ে
তোমার কাছে ফিরলে ,
ভালোবাসার তাজ আমার মাথায় সাজাবে,
সাজাবে তো ?
আমার কলমের শেষদিনে তোমায় লিখবে ,
যত সুখ আছে তোমায় দেবে ,
নেবে কী ?

