STORYMIRROR

Aparupa Sarkar

Abstract Drama Romance

3  

Aparupa Sarkar

Abstract Drama Romance

পূর্ণতা

পূর্ণতা

1 min
222


আজ রাতের সঙ্গে দিনের বিয়ে লগ্ন হয়েছে ঠিক, 

কেমন যেন ব্যস্ত হয়ে , পড়েছে চারিদিক। 

কুঞ্জ সাজাবে কে ?

এখনি আসবে বর টোপর মাথায় দে।

রাতের সঙ্গে দিনের মিলন ,

ঠিক সন্ধ্যে ৭টা ।

জোনাকিরা নিয়ে এল বরযাত্রীর বার্তা। 

দিনের বড্ড বায়না, বাড়িতে বিয়ে চায় না।

এখন কী করবে রাত ? 

ভবনে হবে সাতপাক।

রাত জোনাকি বাড়ি চললো

হতাশ হয়ে তাকে বললো,

'নেই আমার টাকা,দেখো পেছন পকেট ও ফাঁকা ʼ

জোনাকি তখন মিষ্টি হেসে ,ডাক দিল একটু কেঁসে,

সকলে মিলে আলো দিয়ে ,"জোনাকি ক্লাবে" দিল বিয়ে ।

সানাই বাজালো জল ,চারপাশে বাতাসের কোলাহল। 

সিঁদুর দানে পেল পূর্ণতা ,

জোনাকি বোঝে প্রেমিকের নিরবতা ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract