STORYMIRROR

Aparupa Sarkar

Abstract Tragedy Others

3  

Aparupa Sarkar

Abstract Tragedy Others

ঘেন্না

ঘেন্না

2 mins
196


আমি আমার সবটা দিয়ে তোমায় ঘেন্না করি ,

যত টুকু শক্তি আছে আমার ভেতরে,

 সবটুকু তোমায় ঘেন্না করে।

তুমি মানুষের বেশে এক আস্ত পশু ,

আমি তোমার অস্তিত্বকেও ঘেন্না করি।

আমি ঘেন্না করি যখন তুমি শ্বাস নাও ,

আমি তোমার রক্তকেও ঘেন্না করি ।

তোমার লোক দেখানো চোখের জল আমি ঘেন্না করি।

ঘেন্না করি যখন তুমি তোমার পশুত্ব দেখাও।

ঘেন্না করি যখন তুমি শয়তানের মতন মুচকি হাসো।

আমি ঘেন্না করি তোমাকে।

তোমার গলার স্বর, তোমার কথা বলার ধরন,

যখন তুমি বাড়ি ফেরো আর রাজার আসনে বসাও নিজেকে। 

আমি ঠিক তখন তোমাকে ঘেন্না করি।

আমি যখন আমার আমার শিরায় তোমার রক্ত খুঁজে পাই আমি তখন তোমাকে আরো ঘেন্না করি।

আমার সেই ছোট্ট মেয়েবেলা থেকে শুরু করে আজও যখন তুমি নিজের পশুত্বের ভয় স্থাপন করো আমার মনে , আমি তখন তোমায় ঘেন্না করি।

কোনো সামান্য শব্দে যখন আমি আতঙ্কে কেঁপে উঠি ,

আমি তখন তোমাকে আরো বেশি ঘেন্না করি ।

রাক্ষসের মতন যখন আমার স্বাধীনতা আর স্বপ্ন গুলো তুমি চিবিয়ে খাও ,

আমি বারবার তোমায় ঘেন্না করি ।

তোমার জন্য আমার ঘেন্না সবথেকে তীব্র,

 আমার ভালোবাসার থেকেও ।

আমার ঘেন্নার আগুনে তোমার পশুত্বের মৃত্যু হোক।








Rate this content
Log in

Similar bengali poem from Abstract