মৃত্যু চাই
মৃত্যু চাই
আমি বারবার তোমার কাছে মৃত্যু চাই, একটু মৃত্যু চাই আমি বাঁচবার আশায়।
সকালের ক্লান্ত শিশির যখন জ্বলছিল কালরাতে,
খবর রেখেছো কী তুমি ?
তবে কেন মুগ্ধ হও প্রভাতে...?
প্রদীপের শিখার মতন জ্বলেছি যখন আমি ,
শীতের রাতে প্রদীপের আলোয় হাসছো তখন তুমি।
কলঙ্ক দিয়েছো শুধু, মেখেছি কালি
তা দেখেও হয়নি মায়া, ছুড়েছো তিরস্কারের বানী।
তাই আমি মৃত্যু চাই, বারংবার আমি মৃত্যু চাই
একবার বাঁচিবার তরে মৃত্যু চাই,
একবার তোমার কাছে মৃত্যু চাই।
যারা আমার সন্মান ভঙ্গনের সাক্ষী
তারাও আমার মৃত্যু দেখবে নাকি...
দেখুক তবে মনের উল্লাসে,
হিসেব রাখে কেউ ঠিক কৈলাসে।
সেই ক্লান্ত শিশিরের গাঁথবে মালা,
প্রদীপ রেখো পাশে
বেলা বোধ হয় ফুরোলো এবার
এই যে কারা আসে
