STORYMIRROR

Aparupa Sarkar

Drama Romance Tragedy

4  

Aparupa Sarkar

Drama Romance Tragedy

সাতে এক সতেরো

সাতে এক সতেরো

1 min
653

বয়স তখন একে সাত ,ঠিক যেন ফুচকার স্বাদ।।

সকালে উঠে ব্যস্ত আমি ,

স্নান করারও time পাই না।।

উফফ্! মা ...

আমি just বুঝতে পারিনা ,

তুমি যে ঠিক কী চাও নাহ্ ।।


ক্লাসে নতুন বন্ধু হয়েছে ,

না না আসলে তেমন কিছু নয় ....

Just মাঝে মাঝে তার জন্য 

বুকে একটু ব্যথা হয়।।


Tuition ছুটির পড়ে, 

একদিন কী বাজে বৃষ্টি, 

হঠাৎ যখন সে দাঁড়ালো পাশে ....

মনে হল ...ইসসস্!  

ঈশ্বরের কী অদ্ভুত সৃষ্টি।।


তারপর একদিন দেখতে পেলাম 

সে হয়েছে অন্যের গোলাম।

রাগ করে , বন্ধুর কথা মতন 

Cigarette এর দু -টান দিলাম।


শেষ হল স্কুল, 

জুড়েছে কলেজের গল্প।।

কী যেন কেন ,

Honours এর ওই মেয়েটাকে 

আজকাল দেখি অল্প অল্প। 


কলেজ শেষে ,

বাসস্ট্যান্ডে নামলো অঝোরে বৃষ্টি....

হঠাৎ দেখি সে পাশে দাঁড়িয়ে, 

মনে হল ......

ইসসস্! ঈশ্বরের কী অপরূপ সৃষ্টি।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama