আবারও একবার তোমার প্রেমিকা হবো
আবারও একবার তোমার প্রেমিকা হবো
আমি আবারও একবার প্রেমিকা হবো । এক অবাধ্য অভিমানী প্রেমিকা যে কী না তোমার দেওয়া তিরস্কার গুলো বারবার স্বযত্নে দুহাতে তুলে নেবে সবটা তার বুকে । অভিযোগে, অভিমানে চোখ জবার বর্ণ ধারণ করলেও হাসি মুখে সে বলবে 'এই তো দিব্যি ভালো আছি ' ।
তুমি হয়তো আবারও একবার ঠিক অন্ধের মতন বিশ্বাস করবে আমাকে ।
তোমার বিশ্বাসের সুখ আর অভিমানের রেশে দিব্যি কেটে যাবে দিন । তারপর যখন রাত হবে , এত অন্ধকার আর শীতে জর্জরিত রাত, যেখানে ঠিক এসে উঁকি দেবে পূর্ণিমার চাঁদ ।
আমি তখন আবারও তোমার প্রেমে পড়ার চেষ্টা করবো , আবারও কোনো প্রেমের গল্প লিখবো ।
মনে ,শরীরে যখন শীত নামবে তখন তোমায় বারবার চাইবো। তবে মুখ ফুটে আর বলা হবে না ....
তুমি আমায় আবারও বিশ্বাস করবে , আমি আবার বিশ্বাসে দুঃখ পাবো । বারবার কষ্ট পাবো তবে ভয় নেই মুখ ফুটে আমার আর বলা হবেনা ।
আমি বড্ড হিংসে করবো তবে ভয় নেই আমি হিংস্র হবো না ।
আমি আবারও তোমার প্রেমে পড়ার চেষ্টা করবো ।
আমি আবারও তোমার প্রেমিকা হবো ।
গ্রীষ্মের দুপুরের সূর্যের মতন তুমি আমায় আঘাত করবে আর আমি ঠিক মাটির মতন শীতল হয়ে তোমার সবটা নেবো ।
তুমি যখন অন্যের প্রেমে পড়বে , তার ছবি আমি স্বচক্ষে দেখবো তোমার চোখে জলজল করতে ।
আমি তোমার প্রেম দেখে আবারও তোমার প্রেমে পড়বো ।
আমি বারবার তোমার প্রেমিকা হবো ।
তুমি যখন তার সিঁথি রাঙাবে লাল রঙের আভায় আমি সেই লাল রঙে মুগ্ধ হয়ে আবারও তোমার প্রেমে পড়বো।
আমি বারবার তোমার প্রেমিকা হবো ।
চাওয়া আর পাওয়ার এই ছোট্ট গন্ডী অতিক্রম করে আমি তোমার এক অবাধ্য প্রেমিকা হবো ।
তুমি চাঁদের মতন আকাশে ভেসে বেড়াবে আর ঘরের চালের কোনো এক ফুটো দিয়ে আমি তোমায় দেখবো ।
কৌতূহলী এক বাচ্চার চোখের মতন আমি তোমার দিকে বারবার তাকাবো ।
আমি আবারও তোমার প্রেমিকা হবো ।
সকালের ঘুম ভাঙার পর যখন তুমি পাশ ফিরে তাকে মায়ার চোখে দেখবে ।
তোমার সেই মায়া দেখে আমি আবারও তোমার প্রেমে পড়বো।
আমি আবারও একবার তোমার প্রেমিকা হবো ।
সে যখন সদ্য স্নান শেষে যত্ন সহকারে তার কপালে তোমার লাল ভালোবাসা মাখবে ,
আমি আবারও সেই ভালোবাসার প্রেমে পড়বো ।
আমি আবারও একবার তোমার প্রেমিকা হবো ।
আমার চোখের দিকে যখন তুমি ফিরে তাকাবে তোমার ভয় হবে , তুমি আমার চোখে এক বিশাল সমুদ্র পাবে ,
যে তার ঢেউ হারিয়েছে, কেমন শান্ত জানো !
ঠিক তখন তোমার ভয় হবে , তুমি আমায় আঁকড়ে ধরে আমায় বাঁচাতে চাইবে ।
তোমার ঘাবড়ে যাওয়া দেখে আমি বড্ড হাসবো।
তোমার ভয় আর চিন্তা দেখে আমি আবারও তোমার প্রেমে পড়বো।
শেষবারের জন্যে হলেও আমি তবুও তোমারই প্রেমিকা হবো।

