STORYMIRROR

Aparupa Sarkar

Romance Tragedy Others

3  

Aparupa Sarkar

Romance Tragedy Others

আবারও একবার তোমার প্রেমিকা হবো

আবারও একবার তোমার প্রেমিকা হবো

2 mins
442

আমি আবারও একবার প্রেমিকা হবো । এক অবাধ্য অভিমানী প্রেমিকা যে কী না তোমার দেওয়া তিরস্কার গুলো বারবার স্বযত্নে দুহাতে তুলে নেবে সবটা তার বুকে । অভিযোগে, অভিমানে চোখ জবার বর্ণ ধারণ করলেও হাসি মুখে সে বলবে 'এই তো দিব্যি ভালো আছি ' ।

তুমি হয়তো আবারও একবার ঠিক অন্ধের মতন বিশ্বাস করবে আমাকে । 

তোমার বিশ্বাসের সুখ আর অভিমানের রেশে দিব্যি কেটে যাবে দিন । তারপর যখন রাত হবে , এত অন্ধকার আর শীতে জর্জরিত রাত, যেখানে ঠিক এসে উঁকি দেবে পূর্ণিমার চাঁদ ।

আমি তখন আবারও তোমার প্রেমে পড়ার চেষ্টা করবো , আবারও কোনো প্রেমের গল্প লিখবো ।

মনে ,শরীরে যখন শীত নামবে তখন তোমায় বারবার চাইবো। তবে মুখ ফুটে আর বলা হবে না ....

তুমি আমায় আবারও বিশ্বাস করবে , আমি আবার বিশ্বাসে দুঃখ পাবো । বারবার কষ্ট পাবো তবে ভয় নেই মুখ ফুটে আমার আর বলা হবেনা ।

আমি বড্ড হিংসে করবো তবে ভয় নেই আমি হিংস্র হবো না ।

আমি আবারও তোমার প্রেমে পড়ার চেষ্টা করবো ।

আমি আবারও তোমার প্রেমিকা হবো ।

গ্রীষ্মের দুপুরের সূর্যের মতন তুমি আমায় আঘাত করবে আর আমি ঠিক মাটির মতন শীতল হয়ে তোমার সবটা নেবো ।

তুমি যখন অন্যের প্রেমে পড়বে , তার ছবি আমি স্বচক্ষে দেখবো তোমার চোখে জলজল করতে ।

আমি তোমার প্রেম দেখে আবারও তোমার প্রেমে পড়বো ।

আমি বারবার তোমার প্রেমিকা হবো ।

তুমি যখন তার সিঁথি রাঙাবে লাল রঙের আভায় আমি সেই লাল রঙে মুগ্ধ হয়ে আবারও তোমার প্রেমে পড়বো। 

আমি বারবার তোমার প্রেমিকা হবো ।

চাওয়া আর পাওয়ার এই ছোট্ট গন্ডী অতিক্রম করে আমি তোমার এক অবাধ্য প্রেমিকা হবো ।

তুমি চাঁদের মতন আকাশে ভেসে বেড়াবে আর ঘরের চালের কোনো এক ফুটো দিয়ে আমি তোমায় দেখবো । 

কৌতূহলী এক বাচ্চার চোখের মতন আমি তোমার দিকে বারবার তাকাবো ।

আমি আবারও তোমার প্রেমিকা হবো ।

সকালের ঘুম ভাঙার পর যখন তুমি পাশ ফিরে তাকে মায়ার চোখে দেখবে ।

তোমার সেই মায়া দেখে আমি আবারও তোমার প্রেমে পড়বো। 

আমি আবারও একবার তোমার প্রেমিকা হবো ।

 সে যখন সদ্য স্নান শেষে যত্ন সহকারে তার কপালে তোমার লাল ভালোবাসা মাখবে ,

আমি আবারও সেই ভালোবাসার প্রেমে পড়বো ।

আমি আবারও একবার তোমার প্রেমিকা হবো ।

আমার চোখের দিকে যখন তুমি ফিরে তাকাবে তোমার ভয় হবে , তুমি আমার চোখে এক বিশাল সমুদ্র পাবে ,

যে তার ঢেউ হারিয়েছে, কেমন শান্ত জানো !

 ঠিক তখন তোমার ভয় হবে , তুমি আমায় আঁকড়ে ধরে আমায় বাঁচাতে চাইবে । 

তোমার ঘাবড়ে যাওয়া দেখে আমি বড্ড হাসবো।

তোমার ভয় আর চিন্তা দেখে আমি আবারও তোমার প্রেমে পড়বো। 

শেষবারের জন্যে হলেও আমি তবুও তোমারই প্রেমিকা হবো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance