পরিযায়ী
পরিযায়ী


ওদের কোনো দেশ নেই, নেই কোনো কাঁটাতার;
আকাশ যাবে না ঘেরা, তাই অবাধ পারাপার!
এদেরও কোনো দেশ নেই, আছে তবু কাঁটাতার,
বছরের পর বছর কেটেছে, বুক ভরা হাহাকার!
রাজনৈতিক কুটিল খেলায় বিভাজনের রেখা,
সব হারিয়ে নতুন করে আবার বাঁচতে শেখা!
উপড়ে শিকড় নতুন মাটি খোঁজা বড় সোজা নয়!
সবার উপরে মনুষ্যত্ব—ওরা শুধু 'বোঝা' নয়৷
কত বছর কেটে গেছে পুরনো সে দেশ ভুলে,
নতুন দেশে শিকড় যখন—আবার আঘাত মূলে৷
এ দেশ আবার বিদেশ হবে, জীবন অনিশ্চিত৷
আবেগ হবে পদদলিত—নেই কোনো বিহিত!
ওরাও মানুষ, আবেগ আছে; তবুও ছিন্নমূল!
অতীতের সেই সিদ্ধান্তরা ঐতিহাসিক ভুল!
সকল প্রাণের জন্মলগ্নে শিকড়ের সন্ধান,
ফিরে পেতে সেই নিজ অধিকার আজও চলে অভিযান!