STORYMIRROR

Soumanti Sinhababu

Abstract Tragedy Inspirational

4.1  

Soumanti Sinhababu

Abstract Tragedy Inspirational

অন্ধকারের ওইপারে

অন্ধকারের ওইপারে

1 min
563


আরও অনেক দূরে অবচেতনের আস্তানা-উঠোনে 

যক্ষের মেঘদূত বৃষ্টি হয়ে ভেঙে পড়ে ব্যথার শিহরনে

অন্ধকার ঝাপসা নিরাশা একলা আড়ালের আবডালে

বালিশে চাপা দেওয়া দুঃখ কি আর শতভিষা হয়ে আকাশে জ্বলে?

সমান্তরাল মহাবিশ্বেরও বুঝি আস্তে আস্তে বয়স বাড়ছে, অণুতে আঁধার সয়ে! 

মাঝে মাঝে মনে হয় স্রষ্টাও আমাদেরই মত জেগে আছেন যন্ত্রনার রাত, নিয়ন আলোয়!

তবু তাঁর ঠিকানা এখনও অনেক দূর! তিনি অনেকে দূরে... 

নিভে আসা চোখের পাতায় প্রাচীন বর্ষা ঝরে 

তাও... দাঁড়াও উঠে দাঁড়াও হৃৎপিণ্ডের জানালা ধরে 

জানি, খুলতেই ওই যে গভীর রাত চেপে ধরছে পাল্লাটাও  

অন্ধকারে ডুবতে ডুবতে তুমি মরচেধরা শিকে নিজের ইস্তাহার দাও 

আরো... আরো অবসাদের অতলে, দূরের নক্ষত্রের প্রতি তীব্র ঘৃণা নিয়ে মনে 

সুনামির চোরাস্রোত পেয়ালায় আঁকড়ে ধরো তোমার তৃষ্ণার্ত সত্তার অপমান 

ব্যর্থতার গ্রাসে সেরাটোনিনে বিষ মিশিয়ে!... হঠাৎই দেখবে খুব কাছে 

এখনও একটা মৃদু জোনাকি তোমারই অপেক্ষায় ডানা মেলতে বাকি আছে! 

হেরে যাওয়ার আগে আর একবার ভেবে দেখো! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract