কবিতা : কেউ কথা রাখেনা।
কবিতা : কেউ কথা রাখেনা।


কেউ কথা রাখেনি,কেউ কথা রাখেনা।
ছোট্ট বেলায় যে বন্ধুর সাথে খেলা করতাম
ঝড় উঠলে দৌড়ে যেতাম আম কুড়াতে,
তার সাথে যেতাম পাঠশালা,
তার সঙ্গে ছিলো আমার দারুণ ভাব।
সে বলেছিলো আমায় আমরা দুজন
থাকবো খেলার সাথী হয়ে
সেও একদিন চলে গেলো অন্য ইস্কুলে।
তার বাবা ছিলো সরকারি অফিসার।
কেউ কথা রাখেনি,কেউ কথা রাখেনা।
কলেজে যেদিন পড়লো পা ,তখন
যৌবনপ্রাপ্ত যুবক আমি সদ্য।
ডাকাবুকো ছেলে রনি সঙ্গী হলো।
মদ গাঁজা আর গীটার তার ছিলো হবি।
ছেলেটা ছিটেল হলেও জাত ছিলো স্বভাব কবি।
আমাকে বলেছিল, দেখিস একদিন আমরা
দূ জনে হেঁটে চলে যাবো কিউবা।।
কথা রাখেনি সে। কথা কেউ রাখেনা।
চলে গেল চিতার আগুনে ছাই হয়ে।
বছর দশ বাদ করলাম যখন বিয়ে।
ফুল শয্যার রাতে গলা জড়িয়ে দূ হাতে।
সুজাতা বলেছিলো আমাকে দেখো
যাবো না কোনোদিন তোমায় ছেড়ে
মরন যদি বা আসে থাকবো তোমার কাছে
তোমার পড়েই আমার মরন যেন আসে।
মরন আসেনি কারো কাছে।
তবু সূজাতা গেছে আমায় ছেড়ে
খুঁজে নিয়েছে অন্য এক বাসা।
আমাকে পেয়েছে অন্য এক রূপে
এখন পেয়েছে নতুন ভালোবাসা।
কেউ কথা রাখেনি,কেউ কথা রাখেনা