কবিতা : মুক্তি।
কবিতা : মুক্তি।


ভালো বাসতে চেয়েছিলাম আমি,
মনের সুমুদ্র ছেঁচে এনেছিলাম মুক্তি।
আকাশের তারা গুলির মতো
জায়গা দিয়েছিলাম বুকের পাঁজরে।
ছেড়ে দিয়েছিলাম অনেক খানি আকাশ
আর দিয়েছিলাম ভালোবাসার চাঁপারাশ।
বনের পাখি হতে চায়নি সে
চেয়েছিলো সুখের সাথে চুক্তি।।
আমার ছিলো বন্ধনহীন মুক্তি।
তার ছিলো দেহ বেশাতীর চুক্তি।।
রাজপথ ধরে হেঁটে গেছি অনেকখানি পথ একা।
পেয়েছি তার দেখা শহরের গলিপথে।
শায়িত শবদেহ ন্যায়।।আছে পরে পরম যত্নে।
ধরেছিলো আমার হাত , মুখে কাকুতি বুকে রতি।।
আকাশ ছূয়ে দেখতে চেয়েছিলো আবার।।
মনের মতি যায় কি বোঝা গতি।
হারিয়ে যাওয়ার পায়নি অবকাশ।।
পেতে পেতে সব পাওয়ার হয় যখন শেষ।
আমার তখন আকাশে ওড়ার বেলাশেষে।।
চেষ্টা করো মেলে দিয়ে ডানা সোনার পিন্জর
ছিঁড়ে বাইরে বেরিয়ে দেখো করবে না কেউ মানা।