কবিতা : মহালয়া।।
কবিতা : মহালয়া।।


এসেছে আগমনী মাস ফুটবে নদীর ধারে কাশ।
আশ্বিনের শারদ প্রাতে মহালয়ার সাথে।
শুনবো দেবীর আগমনী বার্তা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে
ঘুম জড়ানো চোখে চায়ের কাপ হাতে।।
দেখো আকাশে চেয়ে গাভীর মতো চরে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা।
নদীর ধারে ফুটেছে কাশ যেন শুভ্র বক এর মেলা।।
জগৎ জননী মা আমার তুমি দয়াময়ী।
তোমার আসার অপেক্ষায় সারা বছর দিন গুনি।।
মনের মধ্যে বাজে ঢাক ঢেং কুরা কুর। কূর।
মহালয়ায় দেখব চেয়ে তুমি আছ কত দূর?
তুমি ধর্ম রক্ষা করতেই বধ করো অসূর।
তুমি আমাদের ঘরের মেয়ে নাম তোমার উমা।
মানবজাতিকে রক্ষা করো, করো তাদের ক্ষমা।
মহালয়ার প্রাতে সবাই মিলে বলো জয় মা জয় মা