শরতের আগমনী
শরতের আগমনী


পূজার আর দেরি বুঝি নাই ,
তারই সংবাদ পাচ্ছি আকাশের বুকে।
তাইতো মাঝে মাঝে আনন্দটা
দিচ্ছে উঁকি আমার ছোট্ট বুকে ।
ভাদ্রের দুপুরে আকাশে কালো মেঘের ঘনঘটা
দিচ্ছে জানিয়ে শরৎতের আগমন।
রিমঝিম বৃষ্টির মাঝে সূর্যের
এক ফালি স্বর্ণ উজ্জ্বল কিরণ,
কবিতাকে করে নিচ্ছে হরণ।
হ্যাঁ দেবী আসছে যত অসুর
মিথ্যাচারীদের করতে দমন ,
তাই তো আনন্দে উল্লসিত ভুবন।
প্রশ্ন কিন্তু থেকে যায় দেবীর কাছে একটি,
সেদিনের মতো পারবে কি?
আজও জগৎত থেকে কুশিক্ষা ,বঞ্চনা ,
অসূরদের বজ্র ঘোষি অট্টহাসি কে নিশ্চিহ্ন করতে ?
পুরাতন এর চাইতেও আজকে তারা যে
বেশি পাশবিক হিংস্র শক্তিশালী ।
তারা এ যুগের স্বর্গ মর্ত্য, পাতালের বিত্তশালী ।
ভাবি তাই শোষীত , বঞ্চিত সমাজের মানুষরা পারবে কি দেবীকে বরণ করতে?
আগের দিন গুলির মত স্মরণ করতে।
তবুও দেবী আসবে পুরাতন এর মতন নতুন রচনা প্রকৃতি
ও তাই বয়ে নিয়ে আসে নিজ নিয়মে শরৎতে দেবীর আগমন সূচনা।।