STORYMIRROR

Soumen Chakraborty

Romance

3  

Soumen Chakraborty

Romance

কৃষ্ণ প্রেম।

কৃষ্ণ প্রেম।

1 min
4.9K

কৃষ্ণ, কৃষ্ণ , বলে মুদিলাম আঁখি

তবু কৃষ্ণ আমার ধরা নাহি দেয় সখী।

দিবারাত্র নয়ন জলে ভাসাই লাম দুই আঁখি।।

ওরে ললিতা ওরে সখী বিশাখা 

কি দোষ করলাম তোরা বল দেখি।।

ওই গোয়াল রাখাল দেখি

বড়ই নিঠুর কানু।

মন নিয়ে করে খেলা অহরহ-

প্রেমে পরিলাম এই গৌরাঙ্গী 

দেখিয়া কৃষ্ণ কালো তনু।।

আমি চন্দভানু রাধে, জানি না মনের কি গোপন সাঁধে

পড়িলাম প্রেমে, কৃষ্ণ সনে ,ভুলাইয়া লোকলাজ।

প্রতীক্ষাতে হইল মলিন মোর রাধারানী সাজ।।

ঘরেতে গঞ্জনা শাশুড়ি ননদে, পারিনা তা সইতে

কৃষ্ণপ্রেমে অধীর হয়েছি পারি না তাদের কইতে।


রাধা বিনা কৃষ্ণ থাকলে হতো কি তা দামি

রাধা বিনা কৃষ্ণ যেন মণিহারা ফণী।।

বল বল সখী কৃষ্ণ কে গিয়া

আসে যেন আজ ও যমুনার তীরে।।

বলি ও তারে করিব প্রতীক্ষা তার পথ চেয়ে।।

যেনো কানু আমার না যায় ভুলিয়া 

অসংখ্য সখীর ভিড়ে।।


লেখা সৌমেন চক্রবর্তী।


Rate this content
Log in

Similar bengali poem from Romance