STORYMIRROR

Dola Bhattacharyya

Romance Tragedy

3  

Dola Bhattacharyya

Romance Tragedy

যদি ভুলে যাও মোরে

যদি ভুলে যাও মোরে

1 min
165

এ পথ গেছে অস্তরবির দেশে 

চলা আমার হয়তো হলো শেষ 

অনেক কিছুই রয়ে গেল বাকি 

অন্ধকারে একটু আলোর রেশ। 

একটুখানি ভালোবাসার ঠাঁই 

অবহেলাও ছিল অনেকখানি 

তারার দেশে হারিয়ে যাব যেদিন 

অশ্রুধারায় আকুল হবে জানি 

হয়তো সেদিন গোপন হিয়ার মাঝে 

লুকিয়ে রাখা মনের কথা যত 

আগল খুলে ব্যাকুল অনুভবে 

দুচোখ বেয়ে ঝরবে অবিরত 

তারপরেতে হয়তো কোনোদিন 

অঝোর ঝরা বাদল দিনের শেষে 

নীল আকাশে সাদা মেঘের ভেলা 

ভাসিয়ে দিও মৃদু মধুর হেসে 

আমায় যদি নাই বা মনে রাখো 

আমার কথা নাই যদি আর ভাব 

অস্ত পারের সন্ধ্যা তারা হয়ে

 দূরে দূরেই না হয় রয়ে যাব 

           


Rate this content
Log in

Similar bengali poem from Romance