অকালের নিয়তি
অকালের নিয়তি


পুলিশ বাবু ডাইরি করো , পা টি ধরি চেপে,
পুলিশ বলে - করছেন কী ! গেলেন নাকি ক্ষেপে ?!
জলদি বাবু ডাইরি করেন, কাল ঠিক মাঝ দুপুরে বানের জল এসে ,
তুলে গেছে কন্যা নিয়ে , বাড়ি গেছে ভেসে ,
বাড়ি গেছে জলের তলায় , জীবন গেছে ডুবে ,
তাড়াতাড়ি ডাইরি করেন , সূর্য নেই আর পূবে ,
দাড়ান .. নাম - ধাম বলুন ,
চিন্তিত হওয়া ছেড়ে চুপ টি করে বসুন,
কিভাবে বসি বলেন ! গিন্নি হসপিটালে ,
শুনছি নাকি প্রাণটা যেতে পারে এই অকালে!
জ্ঞান ফেরেনি যে বলবো কিনা কন্যা গেছে ভেসে,
দানব সে এক নিয়ে গেছে বন্যা রূপে এসে !
পুলিশ এর হাতের পেনটা আলগা , সরছে না আর বল ,
চাষী ভাই এর চোখটা লাল , করছে ছলছল ,
থানায় আজ সকাল থেকে তাই তো অনেক ভিড়,
কারুর উড়েছে ঘরের চাল, কারুর হয়তো পারিবারিক সংহতিতে ধরেছে চিড়,
একটি পাতা কোন খান থেকে আসে থানার দরজার পাশে,
কেই বা বলতে পারে , আজকের কোথাকার হাওয়া কাল কোথায় আসে !