STORYMIRROR

Sahelipa Datta

Tragedy

3  

Sahelipa Datta

Tragedy

প্রাক্তন

প্রাক্তন

1 min
693

বলছি শুনছো, ভুলেই গিয়েছো,

মনে পরে কি এই পাড়া?

বলছি শুনছো, ভালো কি আছো,

দিব্যি আমায় ছাড়া?


বলছি তুমি, পেয়েই আমায়,

ভেবেছিলে খুব সস্তা ।।

তাই তো দিলে, এভাবে ছেড়ে,

সে এক দিশাহীন মাঝ রাস্তা ।।


গেলেই যখন, বলতে না হয়,

দোষটা আমার কোথায় ছিল?

না জানালে, বুঝি কি করে,

শেষ টা কেন এমন হলো?


দেখে যে ছিলাম অনেক স্বপ্ন,

আশা জড়ানো দু চোখে ।।

হারিয়েছে আজ সেসব নিমেষে,

ক্ষুধাতুর এই বুকে ।।


হাতটা ছেড়ে শেষে কিনা,

ধরলেই সেই আঙ্গুল?

বুঝি না এখনো, জাগে প্রশ্ন,

ভালোবাসাই কি ভুল?


ভুলে তো গেলে, বেশ বুঝেছি,

কষ্ট তাই আজ অনেক হয় ।।

জানিনা কেন মন জুড়ে তাও,

স্মৃতি টুকু তবু পড়ে রয় ।।


খেলেছো তুমি কানামাছি আজ,

সঙ্গী করে আমার মন ।।

তবুও তোমায় ভুলতে পারিনি,

অতি প্রিয় তুমি আজও প্রাক্তন ।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy