এ কেমন বিড়ম্বনা
এ কেমন বিড়ম্বনা
যে আঘাত করেছ তুমি হৃদয় মাঝারে
শত অস্ত্রোপচারেও এক্ষত সারবে না প্রিয়
দিন যত যাবে সে ঘা-ও ততো বাড়বে
নাহ্ ব্যাথাও জুড়াবে না।
সদ্য ফোটা এক কলির বিরম্বনায়
মোহজালে পড়ে দীর্ঘকালের পারিজাত বৃক্ষ
আজীবন সুগন্ধ ছড়াবে যে কথা দিয়েছিল
তারে তুমি করলে ভর্ৎসনা
করলে নিদারুণ গুরু গঞ্জনা
ফেলে দিলে উপড়ে শেকর হতে???
উপাস্য আরাধ্য তুমি কি জানো না
ভক্তের ভক্তির রকম খানা???
হে বন্দিত শোনলে না তার বন্দনা!!!
দোষীর দোষের শাস্তি হয় বটে
বিনা দোষে কেন এত অপমান দিলে ছুঁড়ে?
যার আকাশে সূর্য চাঁদ গ্রহ তারা তুমি
তারে ঠেলে দিলে অনন্ত অন্ধকারে?
কেন তব হেন আচরণ
ছিলে না বুঝি তুষ্ট তব শ্রীচরণে
দেওয়া অর্ঘ্য পুষ্পাঞ্জলীতে!,
দুঃখ হর্তাই যদি হয় দুঃখ দাতা
এ শোক কোথায় ধরি ত্রাতা?
দেখাই কারে? দিবে কি বলে?
এ কেমন বিরম্বনা ভাগ্যে লিখে দিলে!
