STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy

3  

Manik Goswami

Drama Fantasy

নিজেকে হারায়ে

নিজেকে হারায়ে

1 min
147


একটু আগে কিচির-মিচির শব্দ মুখর প্রাতে,

ধরণীর বুক জুড়ে-

স্নিগ্ধ বাতাস খেলা খেলে গেলো পাতার গানের সুরে ।

কলকল্লোলে হিল্লোল ছিল মনের শাখে শাখে,

রৌদ্র ছিল সোনার রঙে রাঙানো মাটির বুকে ।

শালিক এবং চড়ুই যখন ঝগড়ায় দিয়ে মন

মুখরিত চিৎকারে;

নিজের মনেই উদাসী তখন হারিয়ে গেলাম দূরে ।

চোখের সামনে চঞ্চল পথে ভিড় বাড়ে ক্রমে ক্রমে,

তবুও সকলই ভ্রমে-

কোন দরিয়ায় ভাসিয়েছিলাম নবীন মনোস্কামে ।

সুমুখ পানে দৃষ্টি রেখেও দেখছি বহুদূরে,

কোথায় যেন চলতে গিয়ে হারিয়েছি অন্তরে ।

গাড়ির আর্তনাদের মাঝে রিকশার টুংটাং,

সেই যে পথের গর্ব-

কর্ণে প্রবেশে শক্তি হারিয়ে কখন হয়েছে খর্ব ।

পৃথিবী হয়তো ভুলেছে নিজের ছন্দের তালে ঘোরা,

স্তব্ধ হয়েছে তাই-

একজোড়া চোখ থামিয়ে রেখেছে মায়াবী দৃষ্টি বলে;

তারই মাঝে কি যে চায়-

খুঁজে ফেরে দূর নীল আকাশে, শুভ্র মেঘেরা সাথী;

ভেসে চলে কোথা জানে না নিজেই

কোথায় হারিয়ে স্মৃতি ।

জানে না কখন কোন দূর পথে, পথ চলা হবে রতি ।



Rate this content
Log in

Similar bengali poem from Drama