নীলাভ ঠোঁট
নীলাভ ঠোঁট


মন মোহিনী লালরঙা ঝুলন্ত ব্যালকনিতে আঁকিবুঁকি,
কিছু চাওয়া পাওয়ার অবকাশে ফুটন্ত খই ,
রিক্ত হস্তে বিলিয়ে যায় অপার প্রেমের ঢেউ,
গহীন বন্যতায় ভরা লাভ ক্ষতির অঙ্ক!
পরিশেষে সাপ লুডুর খেলায় সাপের মুখে!
বিষের প্রকোপে লালরঙ নীলাভ ঠোঁটে পরিবর্তিত,
আজও কী মেনে নেবে ছলচাতুরির ছোবল?