নেশা
নেশা


চলতে চলতেই তো হাটা শেখা যায়
হামাগুড়ি দাও, কিংবা বুকে চলো
পৌঁছে তুমি যাবেই কোনো মতে,
যতই ঠোকাঠুকি হোক পায়ে।
বিষফোঁড়ায় আমলে উঠুক গোড়ালি
কিংবা দাবি মানার মিছিলে ভর্তি থাক
শহরের পথঘাট,
চলাটাকে দাঁড় করিও না।
জেতার মোড়কেই তো চলার আঘ্রান।
শুধু চলাটাকে নেশা করো,
নেশা করো জীবনভর।