নেশা
নেশা
নেশা... .
মহুয়া আমার মিষ্টি নেশা
মাতাল করা গন্ধ মেশা
হারিয়ে আমি যাই কেবলি
কোথায় যাই কেমন করে বলি।
আমায় রাখে আবেশ করে
নিয়ে চলে যায় অনেক দূরে
কাটে যখন মাতলা নেশা
দেখি যেথায় ছিনু সেথায় আছি পড়ে।
নেশা... .
মহুয়া আমার মিষ্টি নেশা
মাতাল করা গন্ধ মেশা
হারিয়ে আমি যাই কেবলি
কোথায় যাই কেমন করে বলি।
আমায় রাখে আবেশ করে
নিয়ে চলে যায় অনেক দূরে
কাটে যখন মাতলা নেশা
দেখি যেথায় ছিনু সেথায় আছি পড়ে।