STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

নবজাতিকা

নবজাতিকা

1 min
371

নবজীবনের সম্ভার লয়ে আসিয়াছি তব দ্বারে,

ফিরায়েছ মোরে চিত- সংশয়ে গহীন অন্ধকারে।

নহি কবন্ধ স্কন্ধকাটা ভুত-প্রেত কোন আত্মা,

নহিগো তব পথের কাঁটা মানবিক পরমাত্মা ।

স্কন্ধে আমার মধ্যরাত্রী মুখমণ্ডলে দুই চন্দ্র,

ভালে অরুণিমা সহযাত্রী কন্ঠ মেঘমন্দ্র ।

আমি আগন্তুক অপরিচিত একটি মানব শিশু,

সংযম তব অপরিমিত বিদ্ধ করিলে যীশু ।

পথপোষ্যের স্তন্যে লালিত এসেছিনু লোকালয়ে,

লভিতে তব প্রেমপালিত নবজাতিকা হয়ে ।

অসংযমের ফসল আমি তাহে এক শিশুকন্যা,

পাঠায়েছে মোরে চরাচর স্বামী হইতে স্বনামধন্যা।



Rate this content
Log in

Similar bengali poem from Classics