STORYMIRROR

Nabanita Patra

Inspirational

4  

Nabanita Patra

Inspirational

নববর্ষের আগমন

নববর্ষের আগমন

1 min
175

উচ্চনাদে বাজাও ঘন্টা উন্মত্ত গগনে,

উড়ন্ত মেঘ ও তুষারাবৃত আলোর সমরে।

পুরনো বর্ষ নিচ্ছে আজ বিদায়,

নতুনের আগমনে।


যেতে দাও পুরনো কে,

নবীন কে কর বরণ।

দূর কর বিষাদ যা মনকে করেছে নিয়ন্ত্রণ।


মিথ্যা কে কর ত্যাগ,

হোক সত্যের জয়জয়কার।

দূর করে জাতিবিবাদ,

মনে জাগাও সাম্যবাদ।


নববর্ষের পদার্পণে হোক নতুন সূর্যের উদয়,

প্রতিকার কর মানবজাতির হয়ে নির্ভয়,

পুরনো কলহ ভুলে হও সদয়।


মন থেকে দূর হোক মিথ্যা অহংকার,

উদ্ভব হোক উন্নত চরিত্র গঠনের প্রকার।


থেমে যাক বাঁচার জন্য ক্রান্তি,

নববর্ষ নিয়ে আসুক হাজার বছরের শান্তি।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational