STORYMIRROR

Chandrane Das

Fantasy Inspirational Children

3  

Chandrane Das

Fantasy Inspirational Children

নৈশকালীন অনুভূতি

নৈশকালীন অনুভূতি

1 min
302

ওই দেখো, পূর্নিমার ঐ 

নীল আকাশ টায়,

কেমন রাজত্ব জমিয়ে

বসে আছে,

একটা ছোট্ট, সাদা রঙের 

গোলক ।


সাদা পেজা তুলোর মাঝে 

দেখোো, কেমন মেতে উঠেছে

লুকোচুরির খেলায়,

তার সেই ঝলমলে, 

মায়াবিনী মুখ 

কি যে অদ্ভুত, অসম্ভব সুন্দর 

তা বলে বোঝানো দায়।


দূর থেকে দেখলে মনে হবে,

যেন নীল দীঘির মাঝে

কোন এক 

শ্বেত পদ্মের আস্তানা,

অথবা কেউ যেন

আলো জ্বালিয়ে রেখেছে,

আকাশ পথে, নির্দিষ্ট কোন 

পথের অভিপ্রায়।


তার আলোয় আলোকিত আজ

সমগ্ৰ মহাকাশ।

তার ঐ রূপোলী আলোর ছটা

জানান দেয়, 

কোন এক পূর্নতার

আর প্রাপ্তির অবকাশ।


তার অপার সৌন্দর্য 

আর স্নিগ্ধতাায়,

মাঝে মাঝে 

হারিয়ে ফেলি

নিজেকে।


ছেলেবেলায় দেখতাম ---

তুমি-আমি পাশাপাশি

একসাথে হাঁটছি ,

আবার কখনো ---

তুমি আগে আগে আর

আমি তোমার পিছু পিছু ,

কত চেষ্টা করতাম

দৌড়ে তোমাকে হারিয়ে দেওয়ার ,

কিন্তু সবটাই যেত বৃথা।


মাঝে মাঝে আবার

লুকোচুরি খেলায়,

হারিয়ে দিতে

আমাকে ও,

সেই যে গিয়ে

লুকোতে, মেঘের আড়ালে,

আর কি কারো 

সাধ্যি আছে

খুঁজে বের করার ???


তোমার মতো আমি ও

মাঝে মাঝে,

লুকিয়ে ফেলি নিজেকে, 

সকলের অগোচরে, 

নিস্তব্ধতায়।


জানো তো, 

এই নিস্তব্ধতার মাঝে ও, 

আলাদা একটা

মায়া আছে,

আছে অনেকটা শান্তি ও।


যা আমি খুঁজে পাই, তোমার মাঝে-----


তাই তো আজ, 

আমার সকল একাকীত্বের 

সঙ্গী তুমি,

আমার সকল বলা না বলা কথার

শ্রোতা তুমি,

আমার সকল দুষ্টুমি গুলোর

নীরব দর্শক তুমি,

আমার সকল সুখ- দুঃখের ও

সাক্ষী তুমিই,

তুমি আছো, আমি আছি,

তোমাতেই হারিয়ে যেতে

অভিলাষী আমি।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy