নায়ক
নায়ক
Nov.-8 Hero Team - A
নায়ক
মানিক চন্দ্র গোস্বামী
নায়ক দেখেছি চলচ্চিত্রে,
পর্দায় দেখি ছবি,
সুদৃঢ়, সুঠাম শরীর ছন্দ,
মহিমায় দীপ্ত রবি।
নায়ক জানি সাহসী হবে,
শক্তি রবে অটুট,
উদারতার প্রতীক হবে,
বুদ্ধিতে হবে কূট।
নায়িকার বিপদে এগিয়ে এসে
উদ্ধার করে নিমেষে,
খলনায়কের পরিকল্পনায়
ব্যর্থ করে শেষে।
অনেক গুনের অধিকারী, তবু
আসল নায়ক তিনি,
জীবনের প্রতি পদক্ষেপে
যুদ্ধ করেন যিনি।
সীমান্ত যারা রক্ষা করিছে
অতন্দ্র প্রহরায়,
আমরা রাতের নিদ্রায় যাই
যাদের ভরসায়;
আমার চোখে তারাই নায়ক,
তারাই প্রকৃত বীর,
তাদের সাহসে আমার দেশের
উচ্চ রহিছে শির।
