STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

নায়ক

নায়ক

1 min
242


বুঁদির কেল্লা ভাঙবে বলে নকলগড়ের রাজা ;

কার্ল মার্কসের তত্ত্ব নিয়ে করেন আলোচনা,

'বিপ্লব চাই ' - মন্ত্র দিবে বিদ্রোহীদের সাজা ;

শান্ত মনে জনগণ তার করবে আরাধনা ।

যেমন ভাবা তেমন কাজ করেন রাজামশাই ;

সান্ত্রী মন্ত্রী পারিষদ প্রাণটি নিয়ে হাতে,

সাধ্য নিয়ে সাধতে হবেই নয়তো যাবে বৃথাই ;

বাদল মেঘে ঢাকলে চাঁদ পূর্ণিমারই রাতে ।

একটি ফোনে একলাখ বিনা ফোনে কোটি ;

পাটিগণিতের অঙ্ক কষা নয়কো খুব সোজা,

বিনা চুলের মাথায় কেউ মারলে এক চাঁটি ;

গহন বনে চরতে যাওয়া গোরুটিকে খোঁজা ।

সবাই নায়ক; খলনায়ক বা কমেডিয়ান কোন ;

মশা মারতে কামান দাগা জলকামানের আগে

মহাকাব্যের পাতায় পাতায় উপেক্ষিত সেই বোনও ;

মিছিল করে রাজপথে তার বিপ্লবীমন জাগে ।

যোগ্য যারা নয়কো তারা খলনায়ক বা নায়ক ;

জীবন তাদের পথের উপর কার্টুন হয়ে রয়,

বায়স -কন্ঠ সকল সময় শ্রেষ্ঠতম গায়ক ;

প্রচার আলোক মুখের পরে অষ্টপ্রহর রয় ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics