STORYMIRROR

Paula Bhowmik

Inspirational Thriller Others

3  

Paula Bhowmik

Inspirational Thriller Others

নাটু রে

নাটু রে

1 min
116

গুডগার্ল মেয়ে ছিল গ্ৰামের এক মাতব্বরের,

মাতব্বরের পড়াশোনা কিন্তু বেশিদূর নয় ।

কাজে কাজেই মেয়ের একজন হোম টিউটর চাই ।


অ আ ক খ এর পাশাপাশি এ বি সি ডি শেখা শেষ,

বাংলায় পড়ে নিতে পারে সে ভূগোল ও ইতিহাস।

আপেল,কমলালেবুর ইংরেজী জেনেছে ছবির বইতে,

নতুন কিছু ইংরেজী বানান ঢোকেনা তার মাথাতে !


ছাত্রীটি যেন মজা করে এবার টিচারের পরীক্ষা নেয়,

ও মিস, ডি আর ও যদি ডু হয়, জি ও, কেন গু নয় ?

"প্রকৃতি" ইংরেজী "না টু রে" ই তো আমার মনে হয়,

আর বলে দিন দেখি "ভবিষ্যত" ইংরেজী কি ফুটুরে !


ও মেয়ে, নিজে নিজে বই দেখে সব শিখবি কি করে ?

আমাদের প্রাণের ভাষা, এ তো আর "বাংলা" নয়, 

মুখ আর মনের কথা যে সকলের এক নয়, বুঝিস !

বানান ও উচ্চারণ সব ভাষায় সমান নয়,মনে রাখিস।


কাঁচা লঙ্কাকে কেউ তো বলে, কাঁচা মরিচ বাংলাতেই,

ইংরেজী ভাষায় "গ্ৰীন চিলি" বলে সারে কেন দায়।


ধারালো ছুরি যদি শার্প নাইফ হয়, বুদ্ধির ধারও তাই,

তবে বাঙালী বঁটির ঈংরেজী বাপু আমার জানা নেই।


"ওরে সবুজ, ওরে আমার কাঁচা" তুই যে এক নাটু রে!

তোকে পড়ানোর হাত থেকে, আমাকে তুই বাঁচা রে ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational