নারী
নারী
আগন্তুক তুমি মোর প্রেমের কাননে,
পশ্চাতে পশ্চাতে ধাই লুব্ধকের মত ,
যদি পাই স্থান তব চৈতন্য - আননে,
পূরব পশ্চিম দিশা করিয়া সংহত ।
বক্ষে ধরি মেঘমন্দ্র আশাবরী আশা,
চরণে নূপুর ধ্বণি সুললিত ভঙ্গ,
মনে তব জাগে সদা কুৎসিত তামাশা,
হেরিনু অন্তরে তব ললিত লবঙ্গ ।
কামিনী কাঞ্চন সবি প্রপঞ্চক মায়া,
জীবন সাপেক্ষে তার জগত বিভিন্ন,
তথাপি অন্তরে ধরি ধূম্রজাল কায়া,
মরণ পারে না তাহা করিতে বিচ্ছিন্ন ।
আকাশ কুসুমসম স্বপ্ন দেখা অন্য,
সাকারাত্ম লভিয়াছি নারী তব জন্য ।

