মুক্ত করো বই এর বাঁধন
মুক্ত করো বই এর বাঁধন


অবসরে আনন্দ দেয়, নিঃসঙ্গে সঙ্গ,
মনের খিদে মিটিয়ে প্রাণে আনে রঙ্গ।
প্রাণ জুড়ানো গন্ধ মেখে সাদা কালো রূপ,
অন্তরেতে জ্বালায় শুধু জ্ঞানের সুবাস ধূপ।
বিশ্বজোড়া জ্ঞান ভান্ডার তোমার নরম বুকে,
কতো গল্প, কতো ইতিহাস স্থবির ধ্রুবক সুখে।
কাল্পনিক, বাস্তব আর মানবতার কথা,
লুকিয়ে আছে কতো যন্ত্রণা, কতো স্মৃতি ব্যথা।
যুগের পরে যুগ আসে আর বিলীন জন সভ্যতা,
হলুদ বর্ণ হলেও বিলীন হয়না চির অক্ষয় পাতা।
তাই বন্দী নয় মুক্ত করো পুস্তকের মেলা,
আস্বাদন করতে দাও, হর্ষে ভরুক ছেলেবেলা।
আলমারি নয় স্বাধীন হয়ে বেড়াক ঘুরে কবিতা আর কবি,
বই এর ঘ্রাণ পাক সকলে, যেন হারিয়ে না যায় আলমারির চাবি!