STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4.3  

Piyali Mukherjee

Abstract Inspirational

নায়ক যখন...🍁

নায়ক যখন...🍁

2 mins
357


#ডায়েরির খোলা পাতা 


ডুবে যেতে-যেতে,

সে প্রাণপণে খড়কুটো খোঁজে 

একটা কিছু, একটা কিছু 

যে কোনও একটা কিছু ;


 ডুবে যেতে-যেতে, 

সে প্রাণপণে খড়কুটো খোঁজে --

একটা কিছু, একটা কিছু

একবার, মাত্র একবার .. !


ঠোঁটে 'বাঁচাও!' বলতে চেয়ে জল গেলে,

হাত উঁচু হয়ে ওঠে, শেষবার, 

একটা কিছু হাতে আসুক,

একটা খড়কুটো, যা-হোক্,

আঁকড়াবার,


একটা বাঁচবার শেষ চেষ্টা,

হয়তো একটা চাকরীই,

একমুঠো বাতাস !


মেঘে-ঢাকা তারারা গলা ভেঙে-ভেঙে চ্যাঁচায়,

' দা-দা, আমি বাঁ-চ-তে চা-ই !'


অথচ হাতে ঠেকে শুধু ভাঙা 

চালচিত্রের গলা মাটি,

 হাতে ঠেকে শুধু ফাঁপা কার্নিভ্যাল, 

yle="color: rgb(0, 0, 0);">ফাঁকা জাঁকজমক ..


গান্ধীমূর্তির পাদদেশে কেটে যায় 

বিচারহীন সহস্র বছর,

সভ্যতারা ওঠে আর পড়ে ..


আমাদের কোনও ইতিহাস নেই --

আসন্ন হয় প্রলয় !

কাউন্ট-ডাউন শুরু হয়ে যায় !


জলের মধ্যে জল উঁচু হয়ে ওঠে, 

অজস্র জল, জলোচ্ছাস 

 খুব জোরে বেজে-ওঠে বিসর্জনের ঢাক !

একবার.., দুবার.., তিনবার.. !


আসে হড়পা বান,  

ছুটে আসে, ভাসিয়ে নিয়ে যায় সবকিছু,

কারও নিরাপত্তা, সমাজ-সংসার,

কারও প্রাণ !


শুধু জেগে থাকে আশা,

নায়ক হবার প্রেক্ষিত, আর চিত্রনাট্যের ভাষায় 

ব্যতিক্রমী চরিত্রে অভিনয় 

 গড়ে নায়কের পরিচয়।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


        -----------------


Rate this content
Log in