নভেম্বর রহস্য 🖋️
নভেম্বর রহস্য 🖋️
বিখ্যাত সেই দশ দিনে
কাঁপিয়ে দিয়েছিলো দুনিয়াকে !
নভেম্বরে বছর বছর,
সেই দশ দিন ফিরে-ফিরে আসে ..
পৃথিবী বদলে গেছে অনেকটা
এরই মধ্যে, বিশ্বের মোবাইল সন্ত্রাসে
বড়ো বড়ো দেশ প'ড়ে গেছে,
ছোটো ছোটো দেশ উঠে আসে
মানুষ ভুলেছে সেই সুন্দর বইগুলো,শৈশবের আশেপাশে, মন দিয়েছে ই-বুকে, ফেসবুকে ।
একবিংশ শতাব্দীতে
এখনও যুদ্ধ হয় .. !
যে সে যুদ্ধ নয়,
এ যুদ্ধ গর্বের , ক্ষমতা দখলের ..
তাই এখনও লোক ভুখা মরে
চাষ, চাষী এখনও হেরে ভূত হয়,
অলীক এক শিল্পজ্বরে --
দাম বাড়ে, কখনও কমে,
কখনো আলু বাড়ে ,কখনো পেঁয়াজ,
ফ্যাশনেবল হয় ফলিডল ।
গ্যাস বেড়ে বেড়ে নাভিশ্বাস,
কোত্থাও নেই আশ্বাস,
ব্রেন-ড্রেন আর বিদেশ পাড়ি,
এখনও সমস্যা বেকারী ।
শিল্প আসে ফিরে যায়
নিজ আঙিনা দিয়া
আন্ বাড়ি,
তবু এখনও আশা রাখি,
হয়তোবা বিপ্লবের দাঁড়ি
নভেম্বরে ফুরোবে হতাশা,
তবু এখনও বুকে ভালোবাসা
'ভালো-বাসা' খুঁজে বেড়াই
পাই বা না পাই !
(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)
--------------
