STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

প্রকৃতি আর সৃষ্টি (পঞ্চম দিন)

প্রকৃতি আর সৃষ্টি (পঞ্চম দিন)

2 mins
379


শীতের নীল মেঘের সঙ্গে প্রকৃতির সবুজ

তখন মিলে হয়েছিল 

বন্ধুত্বের সাযুজ্য। 


অথচ অদ্ভুত ভাবে 

ঠিক সংসারের মতো

অনুভব করি মিলের সমস্যা ,

সার দিয়ে কুয়াশাচ্ছন্ন পাহাড়

বরফ ঢাকা উপত্যকা, পাইন ,শৃঙ্গ

সৃষ্টির আনন্দ, সৃষ্টির দুঃখ, সব মিলিয়ে 

ভারসাম্য হারিয়ে, পড়লাম হিমবাহে।

হিমবাহ জিজ্ঞাসা করল--

এখানে নামলে কেন?

আমি তোমার শরীরের

সব উষ্ণতা শুষে নেব।


ভয় পেয়ে দৌড় বরফের ঢালে

যেতে গিয়ে আমি হোঁচট খেলাম

এসে পড়লাম গঙ্গায়...


গঙ্গার গান শুনে আপন মনে 

আমি হলাম অবাক !!

ভাবি , কেন আমি কখনো

পারিনা গাইতে গান !

লিখতে পারি না কবিতা !!


গঙ্গা বললো, "এসেছ অনেকবার আমার কাছে

কিন্তু কখনো অনুভব করেছ কী আমাকে ?

যাও, দেখে এসো বালি - নদী ,

সেখানে খুঁজে পাবে আমার জন্ম রহস্য।"


আবারও মেঘের দ্বারস্থ হলাম আমি,

মুচকি হেসে মেঘ তুলে নিল 

আমাকে, আলতো তার পিঠে চড়ে

পাখি আমি, ভেসে যাই

খামখেয়ালী বাতাসে।

সবুজের ভয়ানক হাতছানি,

কখনো পাহাড়ি উপত্যকায়

কখনো সমতলে, কখনো বা

নীলাভ সবুজ জলরাশির উপর

অবিরাম ভেসে চলেছি দিকবিদিক শূন্য

দিশেহারা আমি কিংকর্তব্যবিমূঢ় !


তবু প্রকৃতির অপরূপ অফুরন্ত সৃষ্টি,

মেঘ, বাতাস, পাহাড় আর সবুজের সমারোহে

শান্তির, নির্ভরতার আশ্বাস পায় মন ।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract