মরু বাগিচায় ফুল
মরু বাগিচায় ফুল
Prompt-16
মরু বাগিচায় ফুল
মানিক চন্দ্র গোস্বামী
যেদিন দিলাম হলুদ গোলাপ বিশ্বাসে ভর করে,
সুঘ্রাণ নিলে হৃদয় ভরি,
তৃপ্ত মনে প্রত্যয় ধরি,
আমার শুষ্ক মরু বাগিচায় ফুল ফুটলো ধীরে।
বেদনার বাণী নীরবে কেঁদেছে, স্থান পায়নি মনে,
দৃষ্টি কটু কঠিন উপহাসে,
ভুলেই ছিলাম জীবনের উচ্ছ্বাসে,
ভীত মনের খোলসের মাঝে সাহস লুকোলো সংগোপনে।
আজকে নতুন বার্তা এলো ভাঙা হৃদয়ের কোণে,
নিভছে যখন আশার আলো,
দৃঢ়তার সাথে এগোনো ভালো,
মরুভূমির কাঁটা গাছেও ফোটে ফুল নিরাশার উদ্যানে।
উৎসাহের আবেগে ভেসে ছুটে আসি মরু প্রান্তে,
হৃদয় মাঝারে খুশির প্রতিধ্বনি,
অনুভূতিতে জয়ের বার্তা শুনি,
আঁধার ভেদি অমার আকাশে দীপ্তি খুঁজেছি দিগন্তে।

