STORYMIRROR

Chiranjib Halder

Fantasy

2  

Chiranjib Halder

Fantasy

মনোবিকলনী

মনোবিকলনী

1 min
565

মনোবিকলনী না বান্ধবী

তার নেই নেই কোন কবি

হয়তো ছিলো হয়তো ছিলো না

আহা সব মিথ্যা মিল ও না

কে লিখেছে সুলিখিত পত্র

ভাবো যাহা তাহা অহোরাত্র

এক যে ছিলো প্রেমিক প্রকৃতি

মধুসুদনের মত মাঝে সিঁথি

ধরো তার নাম ই কুয়াসা

আসলে সে কাশ্মীরি চাষা

ছাষার পকেটে পাঁচ কড়ি

গুমড়ায় দুচারটে রগড়ি

কে লিখেছে তাহাকেই প্রেম

সাক্ষাত ছাড়াই দেখিলেম

মধুসূদনের সাগর দাড়ি

রজকিনী যদি হন রাঁঢ়ি

আমরাই বলো কম কিসে

মরো মনোবিকলনী বিষে


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy