STORYMIRROR

Nandita Pal

Inspirational

3  

Nandita Pal

Inspirational

মনের জানালা

মনের জানালা

1 min
11.6K


ভীষণ ব্যস্ত সকাল, সব্বাইকে কাজে বেরোনো,

তুমি সাজাও পুরো সংসার, দিন গড়িযে যখন বিকেল,

সময় নেই কারো তোমার সাথে দুকথা বলার।

মনখারাপের কথাগুলো ঘিরে ধরে তখন।

দ্যাখো তো ভেবে বন্ধু কে আছে, যে তোমার ভরসার।

দাও না দু দন্ড সময় তোমার ভালোলাগা নিয়ে কথা বলবার।

হাত নাহয় নাই বা ধরলে, দেখা না হয় নাই বা হল;

মনের জানালা খুলে দিয়ে গল্প টা করলেই হল।


উন্নতির শিখরে তুমি, ব্যস্ততা যেন হার মানে,

ফুরসত কাকে বলে ভুলে গেছো অনেকদিন;

একদম কাছের মানুষেরা তোমার সময় চেয়ে ক্লান্ত।

কিন্তু হঠাৎ কোনো ঝড়ে তুমি আজ বিধ্বস্ত।

পেছনফিরে আগলে নাও প্রায় চলে যাওয়া জনকে,

সেই তোমার বন্ধু, মন দিয়েছিলে যাকে।

হাত নাহয় নাই বা ধরলে, দেখা না হয় নাই বা হল;

মনের জানালা খুলে দিয়ে গল্প টা করলেই হল।


জীবনের শেষ প্রান্তে প্রায়, দায় দায়িত্ব অনেক হল।

সাথে যারা ছিল,একে একে হাত ছাড়া।

নতুন জীবনে, নতুনকে গড়তে ব্যস্ত চারিপাশ।

রোগজীর্ণ জীবনে তুমি ভাব তুমি একদম একা।

কান পেতে শোনো, দেখবে তোমার ই কথা আশেপাশে,

তোমার যারা তারা তোমাকে বড্ড ভালোবাসে।

হাত নাহয় নাই বা ধরলে, দেখা না হয় নাই বা হল;

মনের জানালা খুলে দিয়ে গল্প টা করলেই হল।




Rate this content
Log in

Similar bengali poem from Inspirational