মনের জানালা
মনের জানালা
ওই যে বেজে উঠল বেণু
গন্ধ ছড়ায় ফুলের রেণু
বন্ধ কপাট মনের বাতায়ন,
মোহন নয় সে অগ্নিবীণা
হৃদয় তাহার কৃপাহীনা
নীপশাখে এখন দখিনাপন ।
এই বসন্তে সেই তো হাসে,
মৌমাছিদের কুসুমবাসে ,
মুক্তবেণীসম যা'র মন ,
মৌমাছি আর ভোমরা কালো,
তমাল শাখের 'পরে আলো ,
কদম মূলে প্রথম আলাপন ।
স্নিগ্ধ সুবাস গগন পানে,
মেঘবালিকার গানে গানে,
ছন্দ তুলে নাচে চেতন দ্বারে,
এই বরষা এই বা শীতে,
মনখারাপী করুণ গীতে ,
রাইকিশোরী রইতে নারে ঘরে ।
নীল যমুনার ঘোলা জলে,
মৎস্য শিকার যাদের চলে,
নিত্যদিনের অভাবী সংসারে,
তারা প্রেমিক তারাই প্রেমী,
কর্মযোগীর এ আলসেমি ,
নয়ন জলে সিক্ত করিবারে ।
মন জানালায় দিচ্ছে উঁকি,
নিচ্ছে তারাই প্রাণের ঝুঁকি,
রাত ফুরোলে দিনের সংস্থানে,
তারা প্রেমিক তারাই প্রেমী
লঙ্কাভাগের যে কালনেমি,
বন্দী হয় জীবন যাত্রা গানে ।
