মনের আলপনা
মনের আলপনা
হৃদয়ের এক চোরাগলির
অন্ধকার পথে হারিয়েছি আমি
আমার ভালোবাসা,
নোনা জলের অবিরাম স্রোতে
ভাসিয়ে দিয়েছি আমার খেলাঘর
বাঁধার সমস্ত আশা।
আজ আমি আমার নিজের
কাছেই হয়েছি পরাজিত,
হৃদয় প্রাসাদে আর শোনা যায়না
পদধ্বনি, আঙিনা আজ শূন্য রিক্ত!!
অভিমানের কঠিন পাহাড়ের তলায়
চাপা পড়ে গেছে আমার আবেগ,
কোমল মন আজ কঠিন নির্বাক
হয়েছে ঠিকানাহীন নিরুদ্দেশ।
হৃদয় কাননের ঝড়া পারিজাত
ফুলের পাঁপড়ি দিয়ে এঁকে ছিলাম
আলপনা অতি যত্নে,
প্রবল ঝড়ের দাপটে আজ
নেই তার আর কোন চিহ্ন,
শুধু রয়ে গেছে জীর্ন ছাপ
মনের ঈশান কোণে।
তবুও উদাসী চোখে নীল আকাশের
বুকে দেখতে থাকি ক্ষীন আলো,
আমি এই ভাবেই থাকতে
শিখেগেছি ভালো।

