মনে রেখো তাকে
মনে রেখো তাকে
সঙ্গে নিয়েছি সব, জমা ছিল যত
পুরনো স্মৃতির দিন আর বেদনার ক্ষত
পিছুটান পিছনে ফেলে সীমানা ছাড়াই
তবু যেতে যেতে কেন যেন থমকে দাঁড়াই।
উড়িয়ে দিয়েছি ঘুড়ি সুতোটুকু কেটে
পুড়িয়ে দিয়েছি চিঠি যা ছিল জমা বুক পকেটে
এখন পথিক হয়ে পথের দিকে পা বাড়াই
তবু যেতে যেতে কেন যেন থমকে দাঁড়াই।
আয়নায় জেগেছিল হরিণীর মত কাজল দু চোখ
আয়নার গায়ে লেগেছিল লাল টিপ - স্মৃতির সূচক
সেই আয়নার সব ভেঙ্গে কাচ দু পায়ে মাড়াই
তবু যেতে যেতে কেন থমকে দাঁড়াই।
মনে রেখো, তোমার ছিল কেউ কাছে
দূরের তারার মতো, আরো দূরে গিয়ে,
এখনো সে আছে।
মনে রেখো, তোমার ছিল কেউ পাশে
অন্ধ মায়ার মতো, মেঘ হয়ে,দূরের আকাশে।
মনে রেখো, অতি দহনের দিনেও যে ছায়া হয়ে থাকে ছুঁয়ে দিও তাকে।
যে হয়েছিল ভোর, অথৈ আদর, নামহীন নদী,
একা লাগে যদি মনে রেখো তাকে।

