STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational Others

3  

Debashis Bhattacharya

Inspirational Others

মম চিত্তের অধীশ্বরী

মম চিত্তের অধীশ্বরী

1 min
220

মা যখনি ডাকে আয়

দুঃখ তখনি পালিয়ে যায়

কোন সে শক্তি ধরো মা তুমি

সকল বিপদ ছাড়ি পালায়


তপ্ত হৃদয় জুড়ায়ে যায়                

মাতৃস্নেহের কণা যদি পায় 

দৃষ্টিতে তব ক্ষমা প্রদায়িনী

সৃষ্টিধারিনী তুমি জগৎ জননী


মা-মা ডেকে সকলি শিশু

তোমারি ক্রোড়েতে ঘুমায়

তোমার নামেই শক্তি যোগায়

ভয়কে করিতে জয়


সেদিন সোনালী দিনের শেষে

মমতার চাদরখানি টেনে নিয়ে 

তুমি চলে গেলে চিরতরে 

তোমার পরানের প্রদীপ কাঁদে নিভৃতে

অবহেলার বারান্দায় জ্বলে ক্ষীণদীপ্তি নিয়ে


সুন্দর পৃথিবী ডাকিণী সেজে 

অট্টহাসি ও বিভীষিকা লয়ে

সান্তনা কেঁড়ে বিদ্বেষ ভরে

দেয় ছুঁড়ে দৈনতার স্তুপে

বঞ্চনা সমুদ্রে তৃণসম ভাসে

একাকী মাতৃ হারা হয়ে


ক্রন্দন তার শুনিলনা কেহ

বাথ্যাদীর্ণ হৃদয়ের মর্মকথা

মায়ের মমতা হয়েছে নিষ্পেষিত

হারায়েছে সে মায়ের অস্তিত্ব 


কভু তুমি ভয়ঙ্করী

চতুর্ভুজা কালী করাল যামিনী

অসুর দমিতে আবির্ভুতা 

মা চামুন্ডি মুণ্ডমালিনী


আদিশক্তি মা যে তুমি

বিশ্বভুবনে তোমাকেই হেরি

জাগো তুমি জগৎ জননী

বিশ্ব শান্তির ধাত্রী


সকলের তুমি বল প্রদায়িনী

মম চিত্তের অধীশ্বরী 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational