STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action Fantasy

3  

Sipra Debnath

Tragedy Action Fantasy

মিথ্যে ছলনা

মিথ্যে ছলনা

1 min
356

প্রেম ভালোবাসা আর ভালোবাসি,

ছিল তোমার সব মিথ্যে ছলনা।

ভেবেছিলে আমায় তুমি শুধুই কি

একটি মন ভোলানো খেলনা!

তুমি কি জানো না তুমি হীন আমার,

মনের বাঁশী যে কিছুতেই বাজে না?

তোমার মতন করেতো কেউ ভালোও বাসে না?

হারিয়ে যাবো চাও যদি বলো না?

অতল গভীরে গহীন অরণ্যে

অজানার ছাড়িয়ে সীমানা

যেথায় গেলে কেহ আর ফিরে না।

তবেই তো তোমার সংসার মাঝে

আর কোন জ্বালাও রইবে না।

হবে তুমি শান্তির অধিকারী

এক ফোটা জলও হয়তো তোমার

আঁখি পাত হতে আর ঝরবে না,

যেভাবে চাও তুমি থাকো নীরবে,

দেখে নিও আমিও আর ফিরবো না।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy