STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Classics

2  

Sanghamitra Roychowdhury

Classics

মিনি ভারত ১

মিনি ভারত ১

1 min
569


কলকাতা কলকাতা,

পৌষের শেষ জুড়ে,

কলকাতা খোলাখাতা,

কুয়াশা চাদর মুড়ে।


সারি সারি ভরে বাসে,

আসে গঙ্গাসাগর যাত্রী,

ফোকলা ও দেঁতো হাসে,

যেন সব নার্সারী ছাত্রছাত্রী।



ময়দানে বসে শুয়ে সব,

ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে,

করে জোরদার কলরব,

রোদমাখা সবুজ ঘাসে।



ভিন্ন ভিন্ন ভাষাভাষী,

ভিন রাজ্যের পরিধান,

তবু খিলখিল হাসাহাসি,

গন্তব্য সবার গঙ্গাসাগর স্নান।



বাসে নৌকায় ভ্যানে লঞ্চে,

চড়ে চলেছে মিনি ভারত,

যাত্রী সবাই পুণ্যলাভের মঞ্চে,

ঝগড়া ভুলে দেখো বিশাল ভারত।


Rate this content
Log in