মিলনেচ্ছা
মিলনেচ্ছা
আমার শপথ তোমার সাথে মিলিত হবোই
কেমন করে আর কোথায় তা আমি জানি না
হয়তো আমি তোমার মনের কল্পনায় ধরা দেব,
আমি নিজেকে তোমার মনের ক্যানভাসে হয়তো
মেলে ধরতে পারবো রহস্যময় ভঙ্গিতে মুগ্ধ দৃষ্টিতে
আমি তোমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবো ।
তোমার রঙের আলিঙ্গনে আমি রামধনু হবো,
তোমার ক্যানভাসে আমি নিজেকে এঁকে ফেলবো
আমি জানি না কেমন করে আর কোথায়
কিন্ত আমি অবশ্যই তোমার সাথে মিলিত হবো ।
হয়তো আমি একটা মন ঝরনায় রূপান্তরিত হবো,
জলের বিন্দুর শীতল ধারায় তোমাকে ভিজিয়ে দেব
তোমার জলন্ত বক্ষ আমার শীতলতায় সিক্ত হবে,
আমি কিছুই জানি না, জানতে চাইও না,
শুধু জানি তুমি আমার সাথে সাথে থাকবে ।
শরীর নষ্ট হলে সব শেষ হয়
কিন্তু স্মৃতির সুতোগুলো নিরন্তর জাল বুনে যায়
আমি স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে
অবশ্যই আবার তোমার সাথে মিলিত হবো ।

