মিলন বিচ্ছেদ
মিলন বিচ্ছেদ




পরমা প্রকৃতি পরম পুরুষ মিলনেই যে সৃষ্টি!
বিধির নিয়মে বিচ্ছেদ হলে চরম অনাসৃষ্টি৷
প্রকৃতি-বিরহ সইতে না পেরে প্রলয়ঙ্করী রূপ তার!
নটরাজ রূপে প্রলয় নৃত্যে চারদিক হল ছাড়খাড়৷
প্রেমের মাঝেতে বিরহ বুঝি বা এমনই পাগল করে!
প্রলয়ঙ্করী হয়ে ওঠে, বা, হাহাকার করে মরে৷
প্রেম-বিরহের চক্রাবর্তে জীবন-খেয়া ভাসে৷
চোখে জল রেখে জীবন কখনো নিদারুণ হাসি হাসে!