মীরাবাই
মীরাবাই
মীরাবাই যে রাজবধূ
কৃষ্ণ প্রেমে পাগল শুধু
প্রাসাদের সুখ চায় না
কৃষ্ণ প্রেমে যে আনমনা
রাজ সুখ করে বিসর্জন
কৃষ্ণাময় তার তনু মন
পাগলিনী প্রায় কৃষ্ণ নাম
জপে চলে সারা দিনমান
ধন্য সে যে কৃষ্ণ পূজারিনী
আজও তার নাম লেভে নি
মীরার ভজন শোনে যে জন
অমৃত ধামে করে সে গমন ।।
