STORYMIRROR

Kausik Chakraborty

Classics Inspirational

4  

Kausik Chakraborty

Classics Inspirational

মিছিল

মিছিল

1 min
446

এইতো ইতিহাস ভেঙে উড়েছে চলন্ত শ্লোগান

রুদ্ধ গতিপথে বাঁচে বিরুদ্ধ পথের আদল

ক্রমাগত অবরুদ্ধ পরিভাষা, আসক্ত ক্ষতি

কুড়িয়ে রাখতেও শেখো সৌখিন সে রাষ্ট্রের কোল।


জন্ম দিয়েছে আঁচড় মিছিলের মুখ্য চালক

রাস্তায় অজস্র লাশ, আংশিক নখদন্ত, ভয়

যতদিন মুক্ত টোটা রেখে যায় যুদ্ধবিরতি 

চালকের বুক বাঁচে, উপরন্তু বাঁচে সংশয়। 


কঠিন হয়েছে সব মৃত্যুর নতুন প্রথায়

দৃষ্টির অভাবে কিছু বুলেট হালকা হতে জানে

বুকে আঁকে নিরাময়, বিগত শতাব্দীর দাগ

প্রতিটি মানুষজন্ম দ্বারস্থ হয়েছে শ্মশানে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics