STORYMIRROR

Ahana Pradhan

Abstract Romance Fantasy

3  

Ahana Pradhan

Abstract Romance Fantasy

মেঘদূত

মেঘদূত

1 min
301

আকাশ ছাওয়া তোমার বেশ,

পাহাড় ঘিরে তোমার রেশ,

যেদিকে তাকাই, তোমার রাখা টুকরো অনেক হিমেল শেষ,

কবির লেখায় যক্ষ তোমায় পাঠিয়েছিল অলকাদেশ।


শুনছ তুমি আমার মন?

সেথায় আছে আপনজন,

অনেক কথা তার জন্য রেখেছি আমি অনেকক্ষণ,

পারবে তারে পৌঁছে দিতে আমার মনের বিরাট-মণ?


আসব আবার তোমার দ্বারে,

মনের মানুষ সঙ্গে করে,

মিলাবো তোমার দেওয়া খবর, তার বলা - সব হিসাব করে,

বুঝবো সেদিন তোমার আসল কাজের বহর সত্যি করে!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract