মেঘ জমেছে স্মৃতির পাতায়
মেঘ জমেছে স্মৃতির পাতায়


দূরের পানে চেয়ে থাকি আঁখি মেলে,
আকাশ ঘিরে জমেছে মেঘ আষাঢ়ের অজানা অভিমানে,
মধুর এই মেঘলা দিনে রোদ-বৃষ্টির লুকোচুরি----
উতলা মন বসেনা ঘরে,আকাশ ফুঁড়ে নামে যখন বৃষ্টি.
ছুটে যায় মন দূরর অজানায় বৃষ্টির কলতানে,
হাঁতড়ায় স্মৃতির নোনাজলে ব্যর্থ কিছু স্বপ্নের ভাঙন,
আঁধারের আবরণ ভেঙে নীল আকাশে শান্তির নীড় খুঁজে বেড়ায়,
নোনা জলে ডোবে আঁখি------
কতো স্মৃতি মনের ঘরে দেয় উঁকি,
বৃষ্টির গভীরে ছুঁয়ে যায় মন-----
আকাশ ফাটা আর্তনাদে.!