মেঘ বৃষ্টি ও জীবন..
মেঘ বৃষ্টি ও জীবন..


মেঘেরা এখন হালকামনে যাপন করছে,
ধুলোবালি হৃদয়ে কাটেনি আঁচড়,,
তাইতো পুঞ্জীভূত হয়নি কষ্ট,,,
তাইতো বৃষ্টির কাছে ফিরে যাবার পথ বন্ধ...
একদিন আবার মেঘেরা অন্তঃসত্ত্বা হবে,
ধীরে ধীরে.......
আরো ধীরে বাড়তে থাকবে
বৃষ্টিকে কাছে পাওয়ার অপেক্ষা,,,
অন্তহীন অপেক্ষা......
তারপর একদিন রূপোলি গোধূলিবেলায়
আসবে সেই ক্ষণ,
কালোমেঘে ছেয়ে যাবে গোটা আকাশ,,
ছেয়ে যাবে তোমার সমগ্র স্বত্বা জুড়ে,,,
তুমি দেখবে, মেঘ বৃষ্টি কেমন একাকার হয়ে ফোটায় ফোটায় ঝরছে তোমার উপর,,
প্রতিটি ফোটায় খুঁজে পাবে
এক অনাবিল আনন্দ আবার অন্তহীন অপেক্ষার তীব্র দহন........
এভাবেই চক্র ঘুরতে থাকবে,
নিভৃতে নীরবে আদি অনন্তকাল,,
দূরে যাবার, কাছে আসার,,
কাছে থাকার, দূর হবার,,
ভালোবাসার, বেসে যাবার........