STORYMIRROR

Runa Bandyopadhyay

Drama

4  

Runa Bandyopadhyay

Drama

মাটি ভেজা ভেজা গন্ধ...

মাটি ভেজা ভেজা গন্ধ...

1 min
1.3K

ওঠে না আর। তৃষাতুর ললাট ছুঁয়ে ত্রাসেরা যখন দাপিয়ে বেড়ায়,

নিয়মাধীন মুখের ওপর ঝুলিয়ে দিলে ত্রয়োদশী চাঁদ;

নিবিড় আশ্বাস। গোপন কথাটি নিভৃতে রয়ে যায়; সে তোমার নয়।


আনলাকি থার্টিন পেরিয়ে এলেই অভিমানী আকাশ আবার মুখ ফেরাবে।

বরুণের তীক্ষ্ণ বাণে বেওজর বারিষ তখন মুখর হবে।

আলাদিন তুমিও বরং তৈরি থেকো প্রদীপ নিয়ে।

তামাদি চোখের ওপর আহ্লাদী বৃষ্টি, সবুজের ছয়লাপ ।

 

ততদিন কাফন বিছাও শুকনো মাটির ওপর।

জ্ঞানযোগের আড়াল থেকে আমিও ধুনি জ্বালাই।

রূপোলী আয়োডিনের আবেশ নামাই মেঘের গায়ে।

রিমঝিম দুএক ফোঁটার ইউরেকা !


আল্লা ম্যাঘ দে পানি দে...

বিষুবক্রান্ত গলায় এখনও সুর? চুপ করো হে গুণী।

শুকনো গলায় কছটাক পানিও এখন বাড়ন্ত! 




Rate this content
Log in

Similar bengali poem from Drama