মাতৃক্রোড়
মাতৃক্রোড়


আকাশ জুড়ে মেঘের ভেলা, সূর্য ডোবে ডোবে,
পশ্চিম আকাশ রাতুল রাঙা, তিমির বরণ পূবে।
রাতির শেষে নতুন দিনেশ উঠবে সেই ভোরে,
ছোট্ট ভানু প্রস্ফুটিত নব দিগন্তের ক্রোড়ে।
সদ্য দিবা হামাগুড়ি দেয় কোমল ধরার বুকে,
নবীন থেকে প্রবীণ হবে থাকবে দিবা সুখে।
যন্ত্রণার অলীক সুখ মায়ের অনুভূতি,
মাতৃদুগ্ধ পাবার আশা ছোট্ট প্রাণের আকুতি।
জগতের সেরা সুখ মায়ের আঁচল ঘিরে,
মাতৃমুখই চির ভাস্বর হাজার মুখের ভিড়ে।
জন্মান্তর থাকে যদি মা জন্ম নেবে আবার,
তোমার ঘরে তোমার স্পর্শে ধন্য হবো বারবার।
তোমার প্রেমে তোমার শাসনে মানুষ হতে চাই,
মাটির কুটির হলেও তোমার চরণে পাই যেন গো ঠাঁই।
কি সুখ আছে তোমার ছোঁয়ায়, তোমার আশিস জালে,
সার্থক হোক জন্ম মা গো তোমার নিবিড় কোলে।